কুমিল্লার লালমাই উপজেলায় ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে বিক্রি করায় দুই মাটি ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ: ০৬ জুন ২০২৩, ১০:২৪ অপরাহ্ন | সারাদেশ

আজ মঙ্গলবার লালমাই উপজেলার নির্বাহী অফিসার মো ফোরকান এলাহি অনুপম এর দিকনির্দেশনায় সহকারী কমিশনার ( ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার দুই মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বাকই উত্তর ইউনিয়নের গছগড়া গ্রামের আলী আকবরের ছেলে আক্তার হোসেন (৩০) ও একই এলাকার আবুল কালামের ছেলে মো. জহির (৩২)।
সহকারী কমিশনার( ভূমি) ও ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার জানান, ওই দুই মাটি ব্যবসায়ী উপজেলার বাকই উত্তর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিলেন।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দুপুরে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। লালমাই থানা পুলিশের একটি দল এসময় উপস্থিত থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা সহায়তা প্রদান করেন।
তিনি আরও জানান, কৃষি জমি রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।